পঞ্চগড়

মহানন্দায় ধরা পড়ল ২৮ কেজি ওজনের বাগাড়

রোববার বিকেলে ভারত সীমান্তবর্তী মহানন্দা নদীতে মাছটি ধরা পড়ে। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত সীমান্তবর্তী মহানন্দা নদীতে রোববার বিকেলে স্থানীয়দের জালে ২৮ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার সর্দারপাড়া এলাকার হাসিনুর রহমান একই এলাকার পাথর শ্রমিক নওশাদ, লিংকন, তইমুরসহ কয়েকজনকে নিয়ে ভারত থেকে বয়ে আসা মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে একটি বড় মাছ হাসিনুরের পায়ে লাগলে তারা সবাই জালের চারিদিক চেপে ধরে মাছটি ধরে ফেলেন।

হাসিনুর রহমান মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা মাঝে-মধ্যে শখ করে মহানন্দা নদীতে মাছ ধরতে যাই। আজ দুপুরে কয়েকজন মিলে একটি বড় জাল নিয়ে মাছ ধরতে যাই। বিকেল আনুমানিক ৩টার দিকে জাল ফেলার পর একটি বড় মাছ ধাক্কা খেলে সবাই চারিদিক থেকে জালটিকে চেপে ধরি। এরপরে সকলে সম্মিলিতভাবে মাছটি ধরতে সক্ষম হই।'

তিনি আরও বলেন, 'মাছটির ওজন ২৮ কেজি হয়েছে। এর মধ্যে স্থানীয় ১১ জনের কাছে একহাজার টাকা কেজি দরে ১১ কেজি মাছ বিক্রি করেছি। আর আমরা যে পাঁচ জন মাছটি ধরেছি তাদের এক কেজি করে মাছ এবং পাঁচশ টাকা করে দিয়েছি। বাকি ১২ কেজি মাছের মধ্যে আমার নিজের জন্য কিছু রেখে আত্মীয়-স্বজনদের মাঝে বিলিয়ে দেব।'

তিনি জানান, প্রায় দুই বছর আগে আমরা মহানন্দা নদীতে ৩৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরেছিলাম।

স্থানীয়রা জানান, মহানন্দা নদীর পানি কমে গেলে মাঝে মাঝে বড় মাছ পাওয়া যায়। এই নদীটি ভারত থেকে এসে তেঁতুলিয়া সীমান্ত দিয়ে উপজেলার কিছু অংশে প্রবাহিত হয়ে আবার ভারতে প্রবেশ করেছে।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

46m ago