মেট্রোরেলের আরও ৪ বগি ও ২ ইঞ্জিন মোংলায়

মেট্রোরেলের ৪টি বগি ও ২টি ইঞ্জিন মোংলা বন্দরে পৌঁছেছে। আজ রোববার বিকেলে পানামার পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়ার্স কোরাল বগি ও ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে।
বন্দর সূত্র জানিয়েছে, গত ২৫ আগস্ট জাপানে কোবে বন্দর থেকে জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল। মেট্রোরেলে বগি ও ইঞ্জিন ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জাম এসেছে। জাহাজ থেকে এরই মধ্যে এসব নামানোর কাজ শুরু হয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, ইঞ্জিন ও বগি খালাস করা হলে এগুলো ঢাকায় দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে।
Comments