বাংলাদেশ

যে বছরে ২ বার আসবে রমজান

প্রায় ৩৩ বছর পর একই বছরে ২ বার আসবে পবিত্র রমজান মাস। তবে সেটি ২০৩০ সালে। সে বছরের শুরু ও শেষে রমজানের দেখা পাওয়া যাবে।
ছবি: সংগৃহীত

প্রায় ৩৩ বছর পর একই বছরে ২ বার আসবে পবিত্র রমজান মাস। তবে সেটি ২০৩০ সালে। সে বছরের শুরু ও শেষে রমজানের দেখা পাওয়া যাবে।

সম্প্রতি সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এমন ঘটনা এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে দেখা গিয়েছিল। সে বছর জানুয়ারির শুরু ও ডিসেম্বরের শেষে রমজান মাস এসেছিল।

সৌদি জ্যোতির্বিদ খালেদ আল-জাকাক টুইটারে বলেন, চান্দ্র বর্ষপঞ্জিতে প্রায় প্রতি ৩০ বছর পর পর এমনটি দেখা যায়।

হিজরি সন বা আরবি বর্ষপঞ্জি অনুযায়ী এক বছর পূর্ণ হয় ৩৫৪ দিনে। অপরদিকে, ইংরেজি সন বা গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী এক বছর পূর্ণ হয় ৩৬৫ দিনে। সেই হিসেবে প্রতি বছর ১১ দিন করে এগিয়ে যায় আরবি মাসগুলো।

আরবি মাসের হিসাব করা হয় চাঁদ ও ইংরেজি মাসের হিসাব করা হয় সূর্যের পরিক্রমণ অনুযায়ী।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago