রাজনীতি

জেগে উঠে আমাদের নিজেদের মুক্ত করতে হবে: ফখরুল

সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাংস্কৃতিককর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেগে উঠে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে।
fakhrul_25may22.jpg
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাংস্কৃতিককর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেগে উঠে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এই মুহূর্তে বাংলাদেশের বর্তমানে সময়ে নজরুল এত বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে। কাজী নজরুল ইসলামের কাণ্ডারী হুশিয়ার কবিতা আবৃত্তি করে তিনি বলেন, আজকে এই দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার, নির্যাতন সমস্ত বাংলাদেশকে গ্রাস করে ফেলছে। এখান থেকে বের হতে হবে। জেগে উঠে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে।

রাজনীতিবিদদের নজরুল পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি নজরুলকে পড়ি আমরা নিজেদের জানতে পারবো। আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদের লেজুরবৃত্তি আমরা করবো না। আমরা আমাদের জাতিস্বত্তাকে বিকশিত করে দাঁড়িয়ে উঠতে পারবো। এর কোনো বিকল্প নেই।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

8h ago