জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
‘একটি পক্ষের চাপে তাড়াহুড়ো করে দেশে নির্বাচন দেওয়া যাবে না।’
‘আজকে দুই নেতা প্রমাণ করলেন যে, বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময়ে ঐক্যবদ্ধ হতে পারে এবং নেতারা নেতৃত্ব দিতে পারেন।’
আজ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে সেখানকার সময় সকাল ৯টা ও বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক শুরু হয়।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আগামী নির্বাচনের সময় নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটবে বলে অনেকে আশা করছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর চীন বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।
‘বৈঠক না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না কী নিয়ে আলোচনা হবে।’
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান বলে জানিয়েছেন তার বড়ভাই
জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
‘একটি পক্ষের চাপে তাড়াহুড়ো করে দেশে নির্বাচন দেওয়া যাবে না।’
‘আজকে দুই নেতা প্রমাণ করলেন যে, বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময়ে ঐক্যবদ্ধ হতে পারে এবং নেতারা নেতৃত্ব দিতে পারেন।’
আজ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে সেখানকার সময় সকাল ৯টা ও বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক শুরু হয়।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আগামী নির্বাচনের সময় নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটবে বলে অনেকে আশা করছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর চীন বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।
‘বৈঠক না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না কী নিয়ে আলোচনা হবে।’
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান বলে জানিয়েছেন তার বড়ভাই
প্রত্যক্ষদর্শীরা জানান, দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকার বাস্তবতার ভিত্তিতে এই বিষয়টি পুনর্বিবেচনা করবে।’