নোয়াখালীতে জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঝটিকা মিছিল থেকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াতের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন— জেলা জামায়াতের আমির আলাউদ্দিন (৬০), সাহিত্য-সংস্কৃতি বিষয় সম্পাদক নাসিমুল গনি চৌধুরী (৪৫) ও জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঝটিকা মিছিল থেকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াতের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন— জেলা জামায়াতের আমির আলাউদ্দিন (৬০), সাহিত্য-সংস্কৃতি বিষয় সম্পাদক নাসিমুল গনি চৌধুরী (৪৫) ও জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।

আজ বুধবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সূত্র জানিয়েছে, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ ১০ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকাল ৭টার দিকে নোয়াখালীর চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াত নেতা-কর্মীরা।

রুহুল আমিন আরও বলেন, গতকাল মিছিল থেকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিশেষ ক্ষমতা আইনে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

1d ago