বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে শনিবার বিএনপির গণঅনশন

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তবে জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবারের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। জ্বালানি তেল, গ্যাসের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ওই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

রুহুল কবির রিজভী বলেন, 'বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালিত হবে।'

এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে অংশগ্রহণ করার অনুরোধ জানান তিনি।

বিএনপির গুলশান কার্যালয় থেকে আরেক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, 'দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা জেলা-মহানগরে গণঅনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহবান জানাচ্ছি।'

ভেন্যু সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, 'ঢাকায় সকাল ৯টা থেকে ৪টা এই কর্মসূচি হবে। ভেন্যু পাওয়ার সাপেক্ষে সেখানে অথবা সবশেষে কোথাও না পাওয়া গেলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করব।'

Comments