মঙ্গলবার থেকে বিএনপির আবার ধারাবাহিক বৈঠক

দলের কর্মকৌশল ঠিক করতে জ্যেষ্ঠ নেতাদের পর এবার কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সঙ্গেও ধারাবাহিক বৈঠকের বসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার থেকে শুরু হয়ে টানা তিন দিন এই বৈঠক চলবে।
গত ১৬ সেপ্টেম্বর তৃতীয় দিনে দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেন। ফাইল ছবি

দলের কর্মকৌশল ঠিক করতে জ্যেষ্ঠ নেতাদের পর এবার কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার থেকে শুরু হয়ে টানা তিন দিন এই বৈঠক চলবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গতকাল শনিবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দ্য ডেইলি স্টারকে বৈঠকের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

আজ রোববার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, 'গত ১৪, ১৫ ও ১৬ তারিখে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির ধারাবাহিক সভায় মতবিনিময় হয়েছে। অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়েছে।

মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এই তিনদিনের সভায় তারাও থাকবেন। কারণ জেলার সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য। তারা অবশ্যই আসবেন।'

গত ১৪ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়। এসব বৈঠকে দেশের বর্তমান অবস্থা ও দলের করণীয় নিয়ে নেতাদের মতামত শুনেছেন দলের ভারপ্রাপ্ত প্রধান।

বিএনপি মহাসচিব বলেন, 'যখন ধারাবাহিক সভাগুলো শেষ হবে তখন আমরা সময়মতো আমাদের মতামতগুলো আপনারা জানতে পারবেন। আমাদের পরবর্তী কর্মপন্থাও জানতে পারবেন।'

'এসব মতবিনিময় সভায় রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় আলোচনা হয়েছে। পুরো রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, এক দলীয় শাসন প্রবর্তন করবার যে একটা প্রচেষ্টা, বিরোধী দলের ওপর নির্যাতন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া, মিথ্যা মামলা-গায়েবী মামলা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।'

মির্জা ফখরুল বলেন, 'আমাদের বেশির ভাগ কমিটি পূর্ণাঙ্গ করার কাজ চলছে। অঙ্গসংগঠনগুলোরও কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। থানা পর্যায়ে, মাঠ পর্যায়ে হয়ে গেছে, ইউনিয়ন পর্যায়ে হয়েছে। এখন জেলা পর্যায়ের হয়ে যাবে, হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে সম্মেলনগুলো করা সম্ভব হয়নি। বেশিরভাগ জায়গায় সম্মেলনের জন্য প্রস্তুত হয়ে আছে।'

'ঠিক একই ভাবে বিএনপির যেসব মেয়াদোত্তীর্ণ কমিটি আছে সেসব কমিটিগুলো নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। কয়েকটি জেলায় অতি দ্রুত সম্মেলন শেষ হবে।'

Comments

The Daily Star  | English

Women MPs in reserved seats: How empowered are they really?

Fifty-two years ago, a provision was included in the constitution to reserve seats for women in parliament for a greater representation of women in the legislative body.

9h ago