লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে সদর উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুনকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
laxmipur_al_leader_killed_5.jpg
লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সদর উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুনকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন বলেন, হারুন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল রাতে বশিকপুর ইউনিয়নের আলমপুর গ্রামে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন হারুন। সে সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এলাকায় সন্ত্রাস রোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতেন হারুন। এর আগেও বিএনপির সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালিয়েছিল। এবারও তারাই হামলা চালিয়েছে, দলীয় কোনো কোন্দল নেই।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ঘটনার পরপরই সদর হাসপাতালে হারুনকে দেখতে যান লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি অভিযোগ করেছেন, হারুনের ওপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

ফজলুল হক আরও জানান, নিহত আওয়ামী লীগ নেতার ছেলে আল-আমিন বাদি হয়ে আজ সকালে অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

3 cases filed against Milton Samadder; DB to seek 7-day remand

Three cases have been filed against Milton Samadder, founder of Child and Old Age Care, over various charges, including fraudulence

8m ago