রামপুরা ব্রিজ অবরোধ করে ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ

গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় এক ছাত্রের মৃত্যুর রেশ মিলিয়ে যেতে না যেতেই বাসচাপায় আরেক ছাত্রের মৃত্যুর ঘটনায় রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত দ্য ডেইলি স্টার'র ফটো সাংবাদিক প্রবীর দাশ জানান, এই মুহূর্তে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেওয়া বিভিন্ন স্কুল-কলেজের হাজার খানেক শিক্ষার্থী বিচারের পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে আছে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।
ব্রিজের ওপর শিক্ষার্থীদের অবস্থানের কারণে ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ আছে।

গতকাল সোমবার রাত ১০টার দিকে জন্মদিনে রামপুরা বাজার এলাকায় অনাবিল বাসের চাপায় প্রাণ হারায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন। সে ২০০২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করে। ৩ ভাইবোনের মধ্যে সে ছিল ছোট।
মাইনুদ্দিনের বাবা আবদুর রহমান ভান্ডারী পূর্ব রামপুরার মোল্লা বাড়ি এলাকায় একটা চায়ের দোকান চালান।

মাইনুদ্দিনের মৃত্যুতে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনার জন্য দায়ী বাসটিসহ অন্তত ১২টি বাসে আগুন ধরিয়ে দেয়। রাত দেড়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে, ডিজেলের দাম ও বাসের ভাড়া বাড়ানোর পর থেকেই 'হাফ' ভাড়া চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যু হয়। তাতে এই আন্দোলন আরও গতি পায়।
Comments