রৌমারীতে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার ভোরে দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে একটি মামলা করে রৌমারী থানায় হস্তান্তর করেছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. এহসানুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক আশরাফুল ইসলাম ভারতের মানকারচর শিঙ্গিমারী থানার সুখচর উজান বজরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি কর্মকর্তা মেজর মো. এহসানুল হক জানান, আটক যুবক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া গ্রাম সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫৩ এর কাছ দিয়ে অবৈধ অনুপ্রবেশ করছিলেন।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, ওই যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করে থানায় সোপর্দ করেছে।
আগামীকাল শুক্রবার তাকে কুড়িগ্রাম আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
Comments