লালমনিরহাটে বন্ধ থাকা ১৩ ট্রেন চালু 

ছবি: স্টার

দেশের পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তরের অধীনে বন্ধ থাকা ১৩টি ট্রেন আজ বৃহস্পতিবার সকাল থেকে চালু হয়েছে। এসব ট্রেন আগের মতোই নির্ধারিত সময়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে চলাচল শুরু করেছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ট্রেনযান নিয়ন্ত্রণ অফিস সূত্র জানায়, ১৩টি ট্রেন হলো-লালমনি এক্সপ্রেস  (লালমনিরহাট–ঢাকা–লালমনিরহাট), পার্বতীপুর কমিউটার (বুড়িমারী-লালমনিরহাট-পার্বতীপুর), করতোয়া এক্সপ্রেস (সান্তাহার-লালমনিরহাট-বুড়িমারী), বুড়িমারী কমিউটার (পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী), পার্বতীপুর লোকাল (বুড়িমারী-লালমনিরহাট-পার্বতীপুর), বগুড়া এক্সপ্রেস (লালমনিরহাট-সান্তাহার-লালমনিরহাট), বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল-লালমনিরহাট), কাঞ্চন এক্সপ্রেস (পার্বতীপুর-পঞ্চগড়–পার্বতীপুর), পদ্মরাগ এক্সপ্রেস (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার), কুড়িগ্রাম শাটল (লালমনিরহাট-কুড়িগ্রাম-লালমনিরহাট), করতোয়া এক্সপ্রেস (বুড়িমারী-লালমনিরহাট-সান্তাহার), বুড়িমারী লোকাল (পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী) এবং বুড়িমারী কমিউটার (বিরল–লালমনিরহাট–বুড়িমারী)।

ট্রেন চালক মানিক ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ থেকে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুব ভালো লাগছে। ট্রেন বন্ধ থাকায় অলস সময় কাটাতে হয়েছে। এ কারণে মানসিকভাবে অস্বস্তিতে ছিলাম।'

ট্রেন যাত্রী মহসিন আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্রেন ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক। ট্রেন চলাচল বন্ধ থাকায় এতদিন কোথাও যাইনি।'

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের অবশ্যই মাস্ক পরতে। রেল কর্মচারী, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী স্বাস্থ্যবিধির বিষয়টি মনিটরিং করছেন।'

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago