শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে শিগগির ফেরি চলাচল

শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে সীমিত আকারে ছোট ফেরি চলাচল শুরু হচ্ছে শিগগির। তবে, এ ঘাট দিয়ে শুধুমাত্র ছোট যান পরাপার হবে। ইতোমধ্যে মাঝিকান্দি ফেরিঘাট নির্মাণের কাজও শেষ পর্যায়ে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বর্ষা মৌসুমে এ নৌপথে হালকা যানবাহন পরাপারে ৫-৬টি ছোট ফেরি সীমিত পরিসরে চলবে। ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ফেরি চালুর দিন ঠিক করা হবে। তবে, আশা করছি আগামী ২-১ দিনের মধ্যে সীমিত পরিসরে ফেরি চালু হতে পারে।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে কবে থেকে ফেরি চলাচল শুরু হবে তা এখনো নির্দিষ্ট হয়নি। ফেরি চালু হলে নতুন নৌপথে শুধু ছোট ফেরিগুলো চলাচল করবে। বড় বা ভারি কোনো যানবাহন পার করা হবে না।
উল্লেখ্য, পদ্মা নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে গত ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়। এর আগে, গত ১৩ আগস্ট থেকে দিনের বেলা শুধু ছোট ফেরি চলত।
শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, নতুন এ নৌপথে ফেরি চলাচলে পদ্মা সেতুর পিলার পড়বে না। শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের দূরত্ব হবে প্রায় ৬ কিলোমিটার। সময় লাগবে আগের মতোই এক ঘণ্টা ১০-১৫ মিনিট। তবে, মাঝিকান্দি ঘাটে গাড়ি রাখার কোনো পার্কিং ইয়ার্ড নেই। শুধু একটি ফেরির পল্টুন স্থাপন করা হবে। মাঝিকান্দি ঘাটে প্রবেশের জন্য ১৮ ফুটের একটি সড়ক আছে। যদি বড় ফেরি দেওয়া হয়, ভারি যানবাহন চললে এ রাস্তা যে কোনো সময় ভেঙে যাবে। ফেরি পারের জন্য সড়কের ওপর অপেক্ষা করতে হবে। পরীক্ষামূলক ফেরি চালানোর পর প্রয়োজন হলে ড্রেজিং করা হবে। এ ছাড়া, মাঝিকান্দি ঘাট নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। নতুন এ ঘাট এলাকায় প্রায় সাত হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে।
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাট থেকে যেসব ছোট ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে চলছিল সেগুলো রুট পরিবর্তন করে নতুন নির্মাণাধীন মাঝিকান্দি ঘাটে যাবে। এক্ষেত্রে বাংলাবাজার ঘাট স্থানান্তর করা হচ্ছে না। ইতোমধ্যে, নারায়ণগঞ্জ বন্দর থেকে একটি ইউটিলিটি পল্টুন নিয়ে যাওয়া হচ্ছে মাঝিকান্দি ঘাটে। পরীক্ষামূলক ফেরি চালুর পর বলা যাবে কোনো অসুবিধা আছে কিনা।
শিমুলিয়া ঘাটের উপসহকারী প্রকৌশলী হারিস আহম্মেদ পাটুরিয়ারী জানান, গত ২০ আগস্ট থেকে মাঝিকান্দি ঘাট নির্মাণের কাজ শুরু হয়। আজ বুধবার বিকালের মধ্যে ঘাট নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।
শিমুলিয়া নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক ও সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন জানান, আগামীকাল বৃহস্পতিবার অনলাইনে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সেখানে ঘাট সংশ্লিষ্ট, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা আছে। সভায় যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments