সার্চ কমিটি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যা বললেন

আইন ও সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন কমিশন গঠনে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

আইন ও সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন কমিশন গঠনে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

আজ শনিবার দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, সার্চ কমিটির সুপারিশে যে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে, তা একেবারে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কিনা, তা আমি বলতে পারব না। তবে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতির দেওয়া দায়িত্ব আমরা অত্যন্ত আন্তরিকতা এবং সততার সঙ্গে পালন করব।

তবে সার্চ কমিটি কবে থেকে কাজ শুরু করবে তা এখনো ঠিক হয়নি বলে জানান তিনি।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, 'প্রায় ১ ঘণ্টা আগে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব এখনো আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমি কমিটির অন্য সদস্যদের সঙ্গে এখনো কথা বলতে পারিনি। তবে আশাকরি খুব শিগগির আমরা কাজ শুরু করতে পারব।'

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই বিচারপতি, যিনি ২০১৭ সালে আগের সার্চ কমিটিরও সদস্য ছিলেন, বর্তমান ইসি‌ এবং এর (ইসি) বিরুদ্ধে সমালোচনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সার্চ কমিটির অপর সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান ডেইলি স্টারকে জানান, তারা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে জাতির স্বার্থে কাজ করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন যে, তাদের সুপারিশে পরবর্তী যে ইসি গঠন হবে তা হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।

Comments

The Daily Star  | English

Modi the favourite as India votes

India began voting Friday in a six-week election with an all but assured victory for Hindu nationalist Prime Minister Narendra Modi, as a weakened opposition is pushed to the sidelines

17m ago