সিরাজগঞ্জে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ করছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শীতবস্ত্র বিতরণ করেছেন।

গতকাল বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে তিনি হতদরিদ্র মানুষের মাঝে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

UN says cross-border aid to Myanmar requires approval from both govts

The clarification followed Foreign Adviser Touhid Hossain's statement on Sunday that Bangladesh had agreed in principle to a UN proposal for a humanitarian corridor to Myanmar's Rakhine State

1h ago