সিলেট সিটি করপোরেশনের ৮৩৯ কোটি টাকার বাজেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) ২০২১-২২ অর্থবছরের জন্য সমপরিমাণ আয় ও ব্যয় ধরে মোট ৮৩৯ কোটি ২০ লক্ষ ৭৬ হাজার টাকা বাজেট ঘোষণা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর আরামবাগ এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বাজেটে সিটি কর্পোরেশন নিজস্ব খাতে সর্বমোট ৮২ কোটি ২৩ লাখ ৬১ হাজার টাকা আয় দেখানো হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য আয়ের উৎস হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৯২ লাখ ৬৬ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ৮ কোটি ৬০ লাখ টাকা।
সিসিকের উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে আছে- অবকাঠামো নির্মাণ প্রকল্পে ৯০ কোটি টাকা, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ খাতে ১৩০ কোটি টাকা, ২০১৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা-ড্রেন-কালভার্ট নির্মাণ খাতে ২৮ কোটি ৭২ লাখ টাকা, সরকারি উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ১০ কোটি টাকা।
বাজেট ঘোষণার সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, 'সিলেট সিটি করপোরেশনের পূর্বের আয়তন ছিল মাত্র ২৬.৫০ বর্গকিলোমিটার যা সম্প্রসারণে পর মোট আয়তন হয়েছে ৫৯.৫০ বর্গ কিলোমিটার। নতুনভাবে যুক্ত ৩৩ বর্গকিলোমিটারের জন্য সিটি করপোরেশনের কাজের পরিধি ও ব্যপ্তি বৃদ্ধি করতে হবে এবং এটিই নতুন চ্যালেঞ্জ।'
Comments