হাসান আজিজুল হককে বিএসএমএমইউতে স্থানান্তর

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ছবি: সংগৃহীত

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।

আজ শনিবার রাতে রাজশাহীর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যস্থতায় হাসান আজিজুল হককে বিএসএমএমইউর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

হাসান আজিজুল হককে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর পর, ফজলে হোসেন বাদশা সড়কযোগে ঢাকায় যান এবং হাসান আজিজুল হকের চিকিৎসার খোঁজ-খবর নেন।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, হাসান আজিজুল হক হৃদরোগ ইন্সটিটিউটে থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। পরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যস্থতায়ই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে সেখানে ভর্তি করা হয়।

তিনি বলেন, 'হাসান আজিজুল হককে রাজশাহী থেকে ঢাকা নেওয়ার পর, তাকে অনেকটা চাঙ্গা মনে হয়েছে। দুই বার তার করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল দুইবারই নেগেটিভ এসেছে।'

এর আগে, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

আজ দুপুরে হাসান আজিজুল হকের চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

25m ago