১৫৭টি নতুন বাস চলবে ঘাটারচর রুটে

কামরাঙ্গীরচরের ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পরীক্ষামূলকভাবে ১৫৭টি বাস চালানোর আগ্রহ দেখিয়েছেন ৮টি বাস কোম্পানি ও মালিকপক্ষ। আগামী ২৬ ডিসেম্বর থেকে ওই রুটে বাস চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
১৫৭টি বাসের মধ্যে ট্রান্স সিলভার ৩৮টি, ইকবাল এন্টারপ্রাইজের ২টি, এমএল লাভলী পরিবহনের ৪টি, জাহান এন্টারপ্রাইজের ১০০টি, এইচআর পরিবহন সংস্থার ৫টি, রজনীগন্ধা পরিবহনের ১টি, মোস্তফা হেলাল কবিরের ৬টি এবং মোহাম্মদ অলিউল্লাহর ১টি বাস রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, ওই রুটে বাস চালানোর আগ্রহ দেখিয়ে এসব কোম্পানি ও মালিকপক্ষ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিয়েছেন।
এর আগে, সরকার সিদ্ধান্ত নেয় ১ ডিসেম্বর থেকে একক কর্তৃপক্ষের অধীনে ঘাটারচর-কাঁচপুর রুটে পাইলট ভিত্তিতে ১২০টি নতুন সবুজ রঙের বাস চালানোর। কিন্তু বাস মালিকদের নতুন বাস সরবরাহে অনাগ্রহের কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে সেটা সম্ভব হয়নি।
বাস মালিকরা ১০৪টি বাসের একটি তালিকা জমা দিয়েছিল। তবে সেগুলো মধ্যে মাত্র ৬টি বাস বাছাই কমিটির নির্দেশিত মানদণ্ডে উত্তীর্ণ হয়।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় বাস মালিকরা ওই রুটে বাস না দিলে বিআরটিসি ও প্রাইভেট বাস চালানোর।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, '
আমরা ওই রুটে বাস চালাতে আগ্রহী বেসরকারি কোম্পানি ও ব্যক্তি মালিকদের রেশনালাইজেশন প্রোগ্রামে আবেদনের জন্য ১২ ডিসেম্বর বরাদ্দ দিয়েছিলাম।'
তিনি জানান, আমরা তাদের কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় সংখ্যক বাসের জন্য অনুমোদন দেব।
এ ছাড়া বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে ৩০টি ডাবল ডেকার বাসও পাইলট রুটে চলাচল করতে পারে বলে জানান ডিএসসিসির আরেক কর্মকর্তা।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এরই মধ্যে 'ঢাকা নগর পরিবহন' নামে বাস চালানোর জন্য একটি খসড়া নির্দেশিকা তৈরি করেছে। এটি বাস মালিকদের মধ্যে চুক্তির জন্য যৌথ উদ্যোগের চুক্তির একটি খসড়াও প্রস্তুত করেছে।
এ বিষয়ে ডিটিসিএর একজন কর্মকর্তা বলেন, সবগুলো বাসের মালিকদের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থাপনা কমিটির অধীনে চলাচল করবে এবং এটি পুরো অপারেশনের জন্য দায়ী থাকবে। তিনি বলেন, কমিটি ডিটিসিএকে প্রতিবেদন দেবে।
পাইলট রুটে প্রায় ৪০টি যাত্রী স্টপেজ এবং ১৬টি বাস-বে স্থাপন করা হবে। তবে উদ্বোধনের পর বাস-বে নির্মাণের কাজ শুরু হবে বলে জানান ডিএসসিসি কর্মকর্তা।
কোনো যাত্রীকে টিকিট ছাড়া বাসে উঠতে দেওয়া হবে না এবং নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রুট পারমিটের তথ্য অনুযায়ী, ঘাটারচর-কাঁচপুর হয়ে ১৩টি রুটে ৩৮২টি বাস চলাচল করে। পর্যায়ক্রমে সেখানে ১২০টি বাস সেখানে জায়গা নেবে।
Comments