২ বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ১২ কিশোরী

ভালো চাকরির আশায় দালালদের মাধ্যমে ভারত গিয়ে আটক হন। এরপর দুই বছর সেখানে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশি কিশোরী। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র এসব কিশোরীদের দুই বছর আগে ভারতে পাচার করে। পাচারকারী তাদের মুম্বাই শহরে নিয়ে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ সেখানে অভিযান চালিয়ে এসব কিশোরীদের উদ্ধার করে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠায়।'
তিনি আরও বলেন, 'ভারতীয় একটি এনজিও তাদের সেখান থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।'
তিনি বলেন, 'ইমিগ্রেশনের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনি সহয়তা দিতে 'জাস্টিস অ্যান্ড কেয়ার' নামের একটি এনজিও এসব কিশোরীদের গ্রহণ করে। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যশোরে তাদের শেল্টার হোমে নিয়ে রেখেছে।'
বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে তাদের যশোরের একটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে ১৪ দিন রাখা হবে। কোয়ারেন্টিন শেষে আইনি সহয়তাসহ তাদের কর্মসংস্থানের বিষয়ে সহযোগিতা করা হবে বলেও জানান ওসি আহসান হাবিব।
Comments