৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। আগামী ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত বন্দরের  সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোনা মসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর সুপারিশ সংসদীয় কমিটির
সোনা মসজিদ স্থলবন্দর। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। আগামী ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত বন্দরের  সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারকরা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ২৫ জুলাই থেকে আবারও এ বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, বন্দর বন্ধ থাকার বিষয়টি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদিপুর স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, সোনামসজিদ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তবে, ইমিগ্রেশন খোলা থাকবে।

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago