৮০ কেজি বাদামের খোসায় সরস্বতী পূজার মণ্ডপ

প্রায় ৮০ কেজি বাদামের খোসায় তৈরি করা হয়েছে সরস্বতী পূজার মণ্ডপ। একটি বাদামের খোসার ভিতর রাখা হয়েছে প্রতিমাকে।
নবীন সংঘ নামে একটি সংগঠনের ৩৫ জন যুবক প্রায় দেড় মাস কাজ করে এ পূজামণ্ডপটি তৈরি করেছে। প্রতি কেজি ৭০ টাকা বাদামের খোসায় মোট খরচ পড়েছে ৫ হাজার ৬০০ টাকা। আর আনুষঙ্গিক সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। প্রতি বছরের মতো এবারও মুন্সিগঞ্জ শহরের নয়াপাড়া এলাকায় পূজা মণ্ডপ তৈরি করেছে তারা।
জানা যায়, প্রতিমায় বাদামের খোসার পাশাপাশি গম ব্যবহার করা হয়েছে। কাঠের ওপর আঠা দিয়ে খোসা লাগানো হয়েছে। ফাঁকা স্থানগুলোতে ব্যবহার করা হয়েছে কাঠির গুড়ি। খুবই সূক্ষ্মভাবে কাজটি করতে হয়েছে। বাদামের খোসা সংগ্রহ করা হয়েছে স্থানীয় মুন্সিরহাট বাজার, আব্দুল্লাহপুর, মিরকাদিম বাজারসহ বিভিন্ন এলাকা থেকে। আর প্রতিমা আনা হয়েছে মুন্সিরহাট থেকে।

তবে, গত শুক্রবার সারাদিন বৃষ্টির কারণে তৈরি করা গেটগুলোর ক্ষতি হয়েছে। তাই শনিবার ভোর থেকে নষ্ট হওয়া অংশগুলো মেরামত করতে ব্যস্ত সময় পার করেছেন তারা।
শনিবার সকাল থেকেই দর্শনার্থীরা মণ্ডপে এসে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। বাদামের খোসায় মণ্ডপ তৈরির খবর শুনে দর্শনার্থীদের আগ্রহের কমতি নেই। দূর দূরান্ত থেকে মানুষজন এসে ভীড় করছেন।
নবীন সংঘের সম্পাদক কাজল চন্দ্র দাস জানান, পূজা মণ্ডপটি তৈরি করতে সংগঠনের ৩৫ জন সদস্য প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত কাজ করেছে। শিক্ষার্থী, বেসরকারি চাকরিজীবী, কাঠমিস্ত্রি, নাপিত, ইলেকট্রেশিয়ানসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছে সদস্যরা। তাই দিনে কর্মস্থলে কাজ শেষ করে সন্ধ্যায় এসে কাজে যোগদান করেছে।
নবীন সংঘের সাংগঠনিক সম্পাদক লোকনাথ দাস হৃদয় জানান, স্থানীয় বিভিন্ন বাজার থেকে বাদামের খোসা সংগ্রহ করা হয়। মণ্ডপ, ৬টি ছোট গেট এবং প্রবেশপথে একটি বড় গেট তৈরি করা হয়েছে। গত বছর ধান ও ডাল দিয়ে তৈরি হয়েছিল সরস্বতী পূজার মণ্ডপ। আর এর আগে তৈরি করা হয়েছিল পাটখড়ি ও হোগলা দিয়ে।
তিনি আরও জানান, পূজার আনুষ্ঠানিকতা শেষ আজই শেষ।
সুমন চন্দ্র দাস নামে একজন দর্শনার্থী বলেন, 'বাদামের খোসা দিয়ে পূজার মণ্ডপ তৈরি মুন্সিগঞ্জ জেলায় এবারই প্রথম। দেশের মধ্যে প্রথমও হতে পারে। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে ভালোই লাগছে।'
Comments