ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনে অন্তত ২২ জন নিহত, শতাধিক আহত

রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি শহরে ৩ শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
ছবি: এপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি শহরে ৩ শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

এ ছাড়া কিয়েভের দক্ষিণ-পশ্চিমে এবং দনবাসে যুদ্ধক্ষেত্রের বাইরে ভিন্নিতসিয়াতে হামলায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

৩টি রুশ ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনে আঘাত হানলে সেটি ভেঙে পড়ে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনাকে 'প্রকাশ্যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড' বলে অভিহিত করেছেন।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ৯তলা ভবনের গাড়ি পার্কিংয়ের স্থানে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। 

এ ছাড়া প্রায় ৩ লাখ ৭০ হাজার জনসংখ্যার ভিনিশিয়ার কেন্দ্রে আবাসিক ভবনগুলোতেও আঘাত হেনেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করেছে এবং তারা এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছে, কৃষ্ণ সাগরের একটি সাবমেরিন থেকে এই কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

 

Comments