‘আমি দেশের জন্য মরতে প্রস্তুত’

পোল্যান্ডে বসবাসরত ইউক্রেনের এক ব্যক্তি বলেছেন, পরিস্থিতির অবনতি হলে তিনি তার দেশের জন্য লড়াই করতে ফিরে যাবেন।
সিএনএনকে তিনি বলেন, আমি ফিরে যাব এবং যুদ্ধ করব। আমি আমার দেশের জন্য মরতে প্রস্তুত। ...আমি গণতান্ত্রিক ও স্বাধীন দেশের জন্য লড়াই করব, এটি আমার কর্তব্য।
পোল্যান্ডের প্রজেমিওলের একটি ট্রেন স্টেশনে সিএনএনের সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি। যেখানে ইউক্রেনের শরণার্থীরা পোল্যান্ডে প্রবেশ করছে।
ইউক্রেন ১৮ থেকে ৬০ বছর বয়সী সব পুরুষ নাগরিককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।
আইটি সিস্টেমের কারণে কিয়েভ থেকে ট্রেনগুলো ছেড়ে যেত বিলম্ব হয়। পোলিশ কর্তৃপক্ষের মতে, ম্যাকলিন রিপোর্ট করেছে। শরণার্থীদের জন্য রেল স্টেশনে খাবার ও পানীয়র ব্যবস্থা করা হচ্ছে।
Comments