কূটনৈতিক উপায়ে সমাধান খুবই জটিল কাজ: পুতিন

'আমাদের দেশ সবসময়ই সরাসরি ও সৎ উপায়ে আলোচনার জন্য প্রস্তুত। কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান খুবই জটিল কাজ। কিন্তু, আমি আবারও বলতে চাই রাশিয়ার স্বার্থ ও নিরাপত্তা সবার আগে।'
আজ বুধবার রাশিয়ার 'ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে' উপলক্ষে কথাগুলো বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ নিউজ এজেন্সি তাস এ তথ্য জানিয়েছে।
পুতিন আরও বলেন, 'এসব কারণে আমরা দেশের উন্নয়নের পাশাপাশি সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো ও মান-উন্নয়নের কাজ চালিয়ে যাবো।'
রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোকে প্রধান কাজ হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, 'জাতীয় নিরাপত্তা, জনগণের শান্তিময় জীবন, স্থিতিশীলতা ও রাশিয়ার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতে সশস্ত্র বাহিনী কাজ করছে।'
'আন্তর্জাতিক পরিস্থিতি কতটা চ্যালেঞ্জিং তা আমরা দেখছি। এসব চ্যালেঞ্জিং কাজে ঝুঁকি আছে। বিশেষ করে, ন্যাটোর সামরিক কার্যক্রম ও অস্ত্রের নিয়ন্ত্রণের ক্ষেত্রে।'
পুতিন মনে করেন, 'সবার জন্য সমান অধিকার ও অবিভাজ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এর মাধ্যমে সব দেশকে রক্ষা করা সম্ভব। কিন্তু তা হচ্ছে না।'
Comments