ইউরোপ

জার্মানিতে বন্যায় ৪২ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

ভারী বৃষ্টি ও বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলেঅন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
ছবি: রয়টার্স

ভারী বৃষ্টি ও বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলেঅন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার জার্মান পুলিশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যে। সেখানকার বেশিরভাগ ভবন ও অনেক গাড়ি বন্যায় ভেসে গেছে।

জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের প্রধান মালু ড্রেয়ার এই বন্যাকে ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘সেখানে অনেকে মারা গেছে, অনেকে নিখোঁজ রয়েছেন। অনেক বাসিন্দা এখনও ঝুঁকিতে আছেন। আমাদের সমস্ত জরুরি পরিষেবা চব্বিশ ঘণ্টা কাজ করছে। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করে যাচ্ছে।’

রাইনল্যান্ড-পালাটিনেটের আহরওয়িলার জেলায় কমপক্ষে ১৯ জন বন্যায় মারা গেছেন। আটকা পড়া বাসিন্দাদের সহায়তার জন্য কয়েকটি এলাকায় পুলিশ ও কয়েকশ সেনা মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার নিয়ে সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

বন্যার কারণে জামার্নির পশ্চিমাঞ্চলের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

জার্মান ব্রডকাস্টার এসডব্লিউআর জানায়, পাহাড়ি আইফেল অঞ্চলের শুলড বেই আদেনাউ জেলায় প্রায় ২৫টি বাড়ি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে, যেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বন্যায় জার্মানির পাশাপাশি পশ্চিম ইউরোপের কিছু অংশে রেকর্ড বৃষ্টিপাতের ফলে বড় নদীগুলির তীর ভাঙতে শুরু করেছে।

জার্মানির প্রতিবেশি দেশ বেলজিয়ামে অন্তত ছয় জন বন্যার কারণে মারা গেছেন। ইয়েজ শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

নেদারল্যান্ডসও বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লিম্ববার্গসহ বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেলজিয়ামও তীব্র বন্যার কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ভিয়ারভিয়ার্স শহরের একটি রাস্তায় গাড়ি বন্যায় ভেসে যাচ্ছে।

চরম আবহাওয়ার কারণে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের অর্ধেকের রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

1h ago