পূর্ব ইউরোপে আরও সেনা মোতায়েন করবে ন্যাটো

ন্যাটো নেতারা বলছেন, রাশিয়ার আগ্রাসনের পর তারা পূর্ব ইউরোপে আরও সেনা মোতায়েন করবে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ন্যাটোর ৩০ জন নেতা এক যৌথ বিবৃতিতে বলেছেন, রাশিয়ান সরকারের মিথ্যার বেড়াজালে কাউকে বোকা বানানো উচিত নয়।
ইউক্রেন থেকে মস্কোকে তার সব বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ন্যাটো। একইসঙ্গে রাশিয়া যে আগ্রাসনের পথ বেছে নিয়েছে তা থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত একটি ভয়ানক কৌশলগত ভুল। এজন্য রাশিয়াকে আগামী কয়েক বছর ধরে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চরম মূল্য দিতে হবে।
পূর্ব ইউরোপে সেনা পাঠানোর বিষয়ে ন্যাটো বলেছে, শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ ও প্রতিরক্ষা নিশ্চিত করতে সব ধরনের স্থাপনা প্রয়োজনীয় করে তুলবে তারা। আমাদের উদ্যোগগুলো প্রতিরোধমূলক।
Comments