রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছে মানুষ

ইউক্রেনে আজ বৃহস্পতিবার ভোরে রাশিয়ার হামলা শুরুর পর দেশটির রাজধানী কিয়েভ থেকে লোকজন আতঙ্কে পালাচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা কয়েক মিনিট পর দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে যায়।
এরপর, ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বেজে উঠে।
বার্তা সংস্থা রয়টার্সের ছবিতে দেখা যায়, লোকজন গাড়িতে করে রাজধানী থেকে পালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন লিখেছেন যে তারা আত্মরক্ষার্থে বাড়ির বেজমেন্টে ও আশ্রয়কেন্দ্রে ছুটে গিয়েছিলেন।
লোকজন দল বেঁধে রাস্তায় দাঁড়িয়ে প্রার্থনা করছেন—এমন দৃশ্য টেলিভিশনে দেখা যায়।
কিয়েভে কর্মরত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে লিখেছেন যে এটিএম বুথের সামনে লোকজনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
Comments