রাশিয়ায় একদিনে সর্বোচ্চ ১০০২ জনের মৃত্যু

রাশিয়া করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো একদিনে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, শনিবার দেশটিতে ১ হাজার ২ জন মারা গেছেন।
কাতারভিত্তি সংবাদমাধ্যম আল জাজিরা আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ রাশিয়ার সরকারি পরিসংখ্যানে ১ হাজার ২ জনের মৃত্যু ৩৩ হাজার ২০৮ জনের নতুন করে সংক্রমণের তথ্য জানানো হয়েছে। যা মহামারি শুরু থেকে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
সরকারি ওয়েবসাইটের মতে, শনিবার পর্যন্ত মাত্র ৩১ শতাংশ রাশিয়ানকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।
কঠোর বিধিনিষেধের না থাকায় দেশটিতে সংক্রমণ বাড়ছে বলে বিশেজ্ঞদের মত। যদিও বেশ কয়েকটি এলাকার পাবলিক প্লেসে প্রবেশের জন্য পুনরায় কিউআর কোড চালু করা হয়েছে।
রাশিয়াতে করোনায় এ পর্যন্ত ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। যা ইউরোপের সর্বোচ্চ সংখ্যা।
Comments