চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী

সুইডেনের স্টকহোমে নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল টমাস পার্লম্যান পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। ছবি: এএফপি

চিকিৎসাবিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিস্কারের জন্য যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপুটিয়ান নোবেল পুরস্কার পেয়েছেন।

সুইডেনের স্টকহোমে আজ সোমবার নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে।

মানুষের শরীর কীভাবে উষ্ণতা এবং স্পর্শের অনুভূতি অনুভব করে, তার রিসেপ্টর আবিস্কার করেন এই দুই বিজ্ঞানী। মানুষের স্নায়ুতন্ত্র কীভাবে তাপ, ঠান্ডা এবং স্পর্শ অনুভব করে তার ব্যাখ্যা করতে তাদের আবিস্কার সহায়তা করেছে।

জুলিয়াসের জন্ম যুক্তরাষ্ট্রে আর যুক্তরাষ্ট্রে গবেষণারত পাটাপুটিয়ানের জন্ম লেবাননের বৈরুতে।

ড. জুলিয়াস সানফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ফিজিওলজির অধ্যাপক আর ড. পাটাপুটিয়ান ক্যালিফোর্নিয়ার লা জোলার স্ক্রিপ রিসার্চের একজন মলিকুলার বায়োলজিস্ট।

আগামীকাল ৫ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৬ অক্টোবর রসায়নে, ৭ অক্টোবর সাহিত্যে, ৮ অক্টোবর শান্তিতে এবং শেষে ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

Comments