নিউইয়র্ক টাইমস’র ঝুলিতে ৩ পুলিৎজার

চলতি বছর ৩টি পুলিৎজার পুরষ্কার জিতেছে 'দ্য নিউইয়র্ক টাইমস'। চূড়ান্ত মনোনয়নও পেয়েছে ৫টি বিভাগে।
এ ছাড়াও, পাবলিক সার্ভিস বিভাগে পুরস্কার জিতেছে ওয়াশিংটন পোস্ট ও ফিচার ফটোগ্রাফিতে পুরষ্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল সোমবার বিজয়ীদের নাম ঘোষিত হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ীদের নাম ঘোষণার সময় রুশ আগ্রাসনের সংবাদ সংগ্রহে ইউক্রেনের সাংবাদিকদের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
ইউক্রেনের যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যাওয়া ১২ সাংবাদিকের প্রতি বিশেষ সম্মান জানিয়েছে পুলিৎজার বোর্ড।
এগুলোর মধ্যে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড বা জনসেবা পুরস্কারকে সবচেয়ে বেশি সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়।
এ বছর এই বিভাগে পুরস্কার জিতেছে ওয়াশিংটন পোস্ট।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল হিলে হামলার সংবাদ প্রকাশের জন্য তারা এ পুরস্কার পান। একই ঘটনার ছবি তুলে গেটি ইমেজেস'র ফটোসাংবাদিক দল ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার জিতেছেন।
ফিচার ফটোগ্রাফি বিভাগে প্রয়াত দানিশ সিদ্দিকীসহ রয়টার্সের এক দল ফটোসাংবাদিক ভারতে করোনা মহামারির সংবাদ সংগ্রহের জন্য পুলিৎজার জিতেছেন। গত জুলাইতে আফগানিস্তানের যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে যেয়ে নিহত হন দানিশ। তিনি এ নিয়ে ২ বার পুলিৎজার জিতলেন।
এবারের পুরস্কারসহ রয়টার্স মোট ১০ বার পুলিৎজার জিতেছে। তবে ৭ বার জিতেছে গত ৫ বছরের মধ্যে।
১৯১৭ সালে পুলিৎজার পুরস্কার দেওয়া শুরুর পর থেকে নিউইয়র্ক টাইমস এবারের ৩টি পুরস্কারসহ মোট ১৩৫টি পুরস্কার জিতেছে।
নিউইয়র্ক টাইমস জাতীয় রিপোর্টিং, আন্তর্জাতিক রিপোর্টিং ও সমালোচনা বিভাগে ৩টি পুলিৎজার পেয়েছে।
সাংবাদিকদের জন্য 'বিশ্বজুড়ে সংকটপূর্ণ সময়ের' কথা উল্লেখ করে পুলিৎজার বোর্ড ইউক্রেনের যুদ্ধে নিহত ১২ সাংবাদিক, হত্যার শিকার ৮ মেক্সিকান সাংবাদিক এবং আফগানিস্তান ও মিয়ানমারে মারধর ও ভয়ভীতির শিকার অন্যান্য সাংবাদিকদের স্মরণ করেছে।
পুলিৎজার বোর্ড ইউক্রেনের সাংবাদিকদের 'সাহসিকতা, ধৈর্য ও সত্য প্রকাশের প্রতি অঙ্গীকারের' প্রশংসা করে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দয় আগ্রাসন ও রুশদের অপপ্রচারের প্রতি নিন্দা জানায়।
১৯ শতাব্দীতে হাঙ্গেরীয় বংশোদ্ভূত জোসেফ পুলিৎজার মার্কিন সাংবাদিকতাকে ভিন্ন পর্যায়ে নিয়ে যান। ১৯১১ সালে মারা যাওয়ার আগে তার উইলে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর জন্য অর্থ রেখে যান এবং এই পুরষ্কারের প্রবর্তন করেন।
শুরুতে সাংবাদিকতায় ৪, সাহিত্যে ৪, শিক্ষা খাতে ১ ও বৃত্তি হিসেবে ৫টি পুরস্কার দেওয়া হলেও বর্তমানে ১৫টি বিভাগে এ পুরষ্কার দেওয়া হয়। এর মধ্যে আছে গণমাধ্যম রিপোর্টিং, লেখালেখি ও ছবি তোলা। বই, নাটক ও সংগীতের জন্য আরও ৭ পুরস্কার দেওয়া হয়।
সাধারণত শীর্ষস্থানীয় মার্কিন গণমাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদক ও শিক্ষাবিদরা মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকেন এবং বিজয়ীদের নির্বাচন করেন।
Comments