ভারত-ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে নভেম্বর মাস থেকে আবারও আলোচনা শুরু করবে ভারত ও ইসরায়েল।
রয়টার্স জানিয়েছে, ভারত ও ইসরায়েল ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে।
সম্প্রতি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী জেরুজালেমে বৈঠকের পর মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা আসে।
এক যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, তারা একই সঙ্গে একে অপরের করোনা টিকা সনদের স্বীকৃতি এবং পানি ও কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারেও একমত হয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ বলেন, 'আমরা আমাদের নীতিমালা অনুযায়ী সামনে এগিয়ে যাচ্ছি এবং বহু বছর ধরে ভারতকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করছি। ভারতও বিভিন্ন নতুন ধরনের সহযোগিতার সুযোগ নিয়ে এসেছে।'
নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত ৭ বছরে দুদেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়েছে। ইতোমধ্যেই দুই দেশের মধ্যে বেশ কিছু কৌশলগত, সামরিক ও প্রযুক্তির বিষয়ে অংশীদারিত্ব রয়েছে।
এছাড়া রপ্তানি বাড়ানো এবং করোনাভাইরাসের কারণে সৃষ্ট মন্দা দ্রুত কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার পরিকল্পনা করছে ভারত। দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কানাডা।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারত ও ইসরায়েলের মধ্যে পণ্য বাণিজ্যের মোট মূল্যমান ২০২০-২১ অর্থবছরে (মার্চ পর্যন্ত) ৪৬৭ কোটি।
২০২২ এর মার্চে শেষ হতে যাওয়া চলমান অর্থবছরে ভারতের লক্ষ্যমাত্রা হলো পণ্য রপ্তানিতে ৩৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছানো। ২০২১ এর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রপ্তানির পরিমাণ ছিল ১৯৭ দশমিক ৮৯ বিলিয়ন, যা তার আগের বছরের একই সময়সীমার চেয়ে ৫৭ শতাংশ বেশি।
Comments