ভূমধ্যসাগরে ৬ মাত্রার ভূমিকম্প 

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার সকালে ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত ক্রিট দ্বীপের কাছাকাছি জায়গায়, সমুদ্র থেকে ৩৭ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়েছে।
ইসরায়েলের মধ্যবর্তী এলাকা ও সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে মূলত ভূকম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ৬ মাত্রা ভূকম্পন অনুভূত হয়েছে। তবে, ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পরবর্তী সুনামি সতর্কতাও জারি হয়নি।

তেল আবিব, হাইফা, পেতাহ টিকভা, গিভাটায়িম এবং হোলোন শহরের বাসিন্দারা ভূকম্পন টের পেয়েছেন বলে জানিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মিশর ও লেবাননের কিছু অংশেও ভূকম্পন অনুভূত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলো বেশ কিছু ছোট মাত্রার ভূকম্পন ইসরায়েলে আঘাত হেনেছে। সংশ্লিষ্টরা দেশটিতে বড় আকারের ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

সর্বশেষ ১৯২৭ সালে ইসরায়েলে একটি বড় আকারের ভূমিকম্প আঘাত হেনেছিল, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। সেসময় প্রায় ৫০০ মানুষ নিহত এবং আরও ৭০০ আহত হন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অদূর ভবিষ্যতে ইসরায়েলে একটি বড় আকারের ভূমিকম্প আঘাত হানতে পারে। ইসরায়েল সরকার ভূকম্পনের বিরুদ্ধে দালানগুলোকে আরও মজবুত করার জন্য বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করা শুরু করেছে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago