ইসরায়েলে ওমিক্রনে ১ জনের মৃত্যু

ইসরায়েলে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ৮৪ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। একইসঙ্গে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত আরও ৬২৩ জনকে শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৪১ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি আছেন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সিদ্ধান্ত নিয়েছেন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সাত দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার দিনেই এতো শনাক্ত ও একজনের মৃত্যু হলো।
বেনেটের অফিস জানিয়েছে, এই সিদ্ধান্ত শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশের সঙ্গে পরামর্শ করে নেওয়া হয়েছে। ৫ বছরের বেশি বয়সের সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
Comments