মসজিদে নববীতে ১ কোটি ৪০ লাখ মানুষের নামাজ আদায়

মসজিদে নববীতে লাখো মুসুল্লী নামাজ আদায়ের উদ্দেশে জড়ো হয়েছেন। ছবি: এসপিএ

পবিত্র রমজান মাসের শুরু থেকে মদিনায় মসজিদে নববীতে কমপক্ষে ১ কোটি ৪০ লাখ মানুষ নামাজ আদায় করেছেন।

সৌদি আরবের সরকারি গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার এ তথ্য জানিয়েছে।

মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র এ মাসে মসজিদে সর্বোচ্চ সংখ্যক মানুষকে জায়গা করে দিতে মসজিদের নিজস্ব কর্মীদের পাশাপাশি সহায়তাকারী সংস্থাদের সাহায্যও নেওয়া হয়েছে।

নির্বাহী ও মাঠ পর্যায়ের কার্যক্রমের উপদেষ্টা ও আন্ডার-জেনারেল আব্দুল আজিজ আল-আইয়ুবীর বরাত দিয়ে এসপিএ জানায়, দলটি ২৪ ঘণ্টা কাজ করেছে এবং দ্বিগুণ উদ্যোগের মাধ্যমে লাখো মানুষের প্রার্থনার সুব্যবস্থা করেছে।

ইতোমধ্যে, দর্শনার্থীদের ভিড়ের প্রেক্ষাপটে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি সরকার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজিল নিশ্চিত করেন, 'গণস্বাস্থ্যের ওপর কোনো মহামারি, রোগ বা অন্য কোনো হুমকি নেই।'

তিনি আরও জানান, ওমরাহ করতে আসা মানুষের জন্য রোগ প্রতিরোধ, প্রতিকার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগের জন্য নির্ধারিত হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ব্যবহার করা হচ্ছে।

প্রতিরোধমূলক ব্যবস্থা, মহামারি সংক্রান্ত পরীক্ষা পদ্ধতি এবং সংক্রমণের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার পরিকল্পনাও করা হয়েছে বলে জানান ফাহাদ।

'পবিত্র রমজান মাসে মন্ত্রণালয়ের এই উদ্যোগ সফল করতে দর্শনার্থীদের সেবায় ১৮ হাজারেরও বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে', যোগ করেন তিনি।

২২ এপ্রিল পর্যন্ত ওমরাহ করতে আসা ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ২০০ জনকে জরুরি চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬ জনের জরুরি সার্জারি, ২৯১ জনের ডায়ালাইসিস ও ২০ জনের ক্যাথেটার প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

22m ago