মুঘল আমলের হীরা-পান্নার দুর্লভ ২ চশমা নিলামে

ব্রিটিশ-শাসিত ভারতের এক রাজ্যের কোষাগার থেকে পাওয়া একজোড়া দুর্লভ হীরা ও পান্নাখচিত চশমা লন্ডনে চলতি মাসের শেষের দিকে নিলামে তোলা হবে।
আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক নিলাম সংস্থা সোথবিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মুঘল আমলের শেষের দিককার সময়ে তৈরি ফ্রেমে লেন্সগুলো স্থাপন করা হয়েছিল।
সংস্থাটি জানিয়েছে, নিলামে চশমাগুলোর প্রাথমিক মূল্য চাওয়া হবে ২০ লাখ থেকে ৩৪ লাখ ডলার।

বিক্রির আগে এগুলো প্রথমবারের মতো এ মাসে হংকং ও লন্ডনে প্রদর্শিত হবে।
মধ্যপ্রাচ্য ও ভারতীয় অঞ্চলের সোথবিসের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস গণমাধ্যমকে বলেন, 'প্রস্তুতকারীর প্রযুক্তিগত দক্ষতা, কারুকাজের প্রতিভা ও এমন ফ্যাশন আগে কখনো দেখা যায়নি।'
এই চশমা জোড়া কারা ব্যবহার করতেন তা সঠিকভাবে জানা না গেলেও এগুলো সম্ভবত মুঘল রাজবংশের প্রভাবশালী কেউ ব্যবহার করতেন। এই রাজবংশ ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল এবং সমৃদ্ধ শৈল্পিক ও স্থাপত্যের জন্য সুপরিচিত ছিল।
Comments