আজ থেকে ট্রেনে অর্ধেক আসনে যাত্রী

ছবি: আনিসুর রহমান/স্টার

নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সরকারের নতুন বিধি নিষেধ মেনে আজ শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন।

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী দ্য ডেইলি স্টারকে জানিয়েছিল, ট্রেনের ২৫ শতাংশ টিকেট মোবাইল অ্যাপ বা অনলাইনে এবং ২৫ শতাংশ টিকেট কাউন্টারে বিক্রি করা হবে। পাশাপাশি আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকেট ও স্টেশনের প্ল্যাটফরম টিকিট ইস্যু বন্ধ থাকবে।

আজ সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান।

Comments

The Daily Star  | English

How is the economy doing?

The silver lining is that the economy isn’t falling apart

1h ago