এই কান্না থামবে কবে?

বাবা আর নেই, শুনে কান্নায় ভেঙে পরা ছাড়া শিশু সন্তানের আর কিছু করার ছিল না। ৩২ বছর বয়সী মো. বাদশা বাস চাপায় বিদায় নিয়েছেন চিরতরে। বাদশার কন্যার কান্নায় আকাশ-বাতাস কেঁপে ওঠে। কিন্তু দুর্ঘটনা বন্ধে কেউ কোনো কার্যকর উদ্যোগ নেয় না।
রাজধানীর কাজলা এলাকায় দর্জির কাজ করে সংসার চালাতেন বাদশা। গতকাল শনিবার সকালে গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন তিনি এবং তার সঙ্গে অপর একজন পথচারী।
গতকাল ওয়ারি থানা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এমরান হোসেন
Comments