গল্পের গণি মিয়াই কি কৃষক জয়নাল?

গল্পের গণি মিয়ার নিজের কোনো জমি ছিল না। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। সেই জমিতে চাষ দেওয়ার জন্য তার নিজের কোনো গরু ছিল কি না, তা জানা যায় না।
গণি মিয়ার সঙ্গে লালমনিরহাটের কৃষক জয়নাল মিয়ার মিল হচ্ছে, তারা দু'জনেই দরিদ্র। তবে এই একবিংশ শতাব্দীতে এসে হালের বলদ ছাড়াই নিজ জমিতে চাষ দিচ্ছেন জয়নাল। এই কাজে তাকে সহযোগিতা করছে শিশুকন্যা জোনাবি (১২) ও জান্নাতি (১০)। জয়নাল জানান, এক সময় প্রচুর আবাদি জমির মালিক ছিলেন তিনি। তিস্তার ভাঙনে যার বেশিরভাগ আর অবশিষ্ট নেই।
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকা থেকে ছবিটি তুলেছেন ডেইলি স্টারের সংবাদদাতা এস দিলীপ রায়।
Comments