ছবিটিতে বর্তমান প্রেক্ষাপটের অনেক অব্যক্ত কথা ফুটে উঠেছে: এমরান হোসেন

ছবি:স্টার

দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২২ প্রতিযোগিতায় 'পিকচার অব দ্য ইয়ার ২০২১' জিতেছেন দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক এমরান হোসেন।

আজ শুক্রবার প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

গত বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় প্রেসক্লাবে 'মায়ের ডাক' সংগঠন আয়োজিত আলোচনা সভায় অশ্রুসিক্ত শিশু সাবার ছবির জন্য এমরান হোসেন এ পুরস্কার পেলেন।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে এমরান হোসেন বলেন, 'দেশের বর্তমান পেক্ষাপটে অনেক অব্যক্ত কথা ছবিটিতে ফুটে উঠেছে। অনেক কিছুই আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি। সমাজের অবক্ষায় তুলে ধরার চেষ্টা করি আমি ছবির মাধ্যমে।'

এমরান হোসেনের পাশাপাশি পলিটিক্স ক্যাটাগরিতে জাকিরুল মাজেদ, পাবলিক ইন্টারেস্ট জার্নালিজমে দৈনিক মানব জমিন পত্রিকার জীবন আহমেদ, আর্টস কালচার এবং স্পোর্টস ক্যাটাগরিতে নিউ এইজ পত্রিকার ফটো সাংবাদিক সৌরভ লস্কর পুরস্কার পেয়েছেন।

শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে পুরস্কার প্রদান ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। জুরিদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষক, ফটোগ্রাফার আবির আব্দুল্লাহ এবং ঢাকা ট্রিবিউনের চিফ ফটো জার্নালিস্ট সৈয়দ জাকির হোসেন।  

এ ছাড়া, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক গীতি আরা নাসরীন বক্তব্য দেন অনুষ্ঠানে। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন কিউরেটর তানজীম ওয়াহাব এবং ওয়ার্ল্ড প্রেস ফটো'র এক্সিকিউটিভ ডিরেক্টর জুমানা এল জেইন খৌরী।

সারাদেশ থেকে ২৯১ জন ফটো সাংবাদিকের জমা দেয়া ১ হাজার ৪০৩টি ছবি থেকে বাছাইকৃত ৩৪ টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে দৃক। এতে স্থান পেয়েছে ২৯ জন ফটো সাংবাদিকের কাজ। দৃক গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীটি আগামী ২ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

Comments

The Daily Star  | English

High inflation, costly loans force firms to cut spending

Some manufacturers say they are now opting to reduce office utility consumption, optimise office supplies, minimise bank dependence, and find alternative funding sources.

13h ago