ছেলেবেলা...

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। স্কুল বন্ধ, খেলতে মানা নেই। তাই গাছের ছায়ায় স্নিগ্ধ পরিবেশে 'বিঘা বিঘা' খেলায় মেতেছে শিশুরা। দুজন মিলিয়েছে তাদের দুই পা। পায়ের আঙুলের ওপর হাতের আঙুল ছড়িয়ে তৈরি করেছে প্রতিবন্ধকতা। হাতের উপর দিয়ে লাফিয়ে পার হচ্ছে তাদের বন্ধু। অপেক্ষায় দাঁড়িয়ে আরও ৩ জন। ছবিটি গতকাল বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকা থেকে তোলা। ছবি: টিটু দাস/স্টার
Comments