ফুটপাতে জীবনের পাঠ

করোনাভাইরাস মহামারির শুরু থেকেই রাজধানীর মিন্টো রোডের মোড়ে মাস্ক বিক্রি করে দিন চলছে মা নাজমা বেগমের। তখন ২ বছরের কন্যা তাবিয়াকে কোলে নিয়েই শুরু হয়েছিল তার এই সংগ্রাম।
এখন তাবিয়ার বয়স ৪। গতকাল এ পথ দিয়ে যেতে যেতেই এই দৃশ্যে চোখ আটকে যায় দ্য ডেইলি স্টারের আলোকচিত্র সাংবাদিক আনিসুর রহমানের । তিনি দেখতে পান, ফুটপাতে বসেই নাজমা মেয়েকে বাংলা লেখা শেখাচ্ছেন।
নাজমা জানান, কোভিড সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে তার মাস্ক বিক্রিও কমছে। কমছে আয়। তবু চলতি বছরেই তাবিয়াকে স্কুলে পাঠানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। এটা তারই প্রস্তুতি।
Comments