বিরল বিড়ম্বনা!

ছবি: রাশেদ সুমন/স্টার

'একধার থেকে গিলছে শহর, যা আছে গেলার মতো/উপকণ্ঠের সবুজ ঘুচিয়ে, বাড়ি উঠে গেল কত!'

শিল্পী কবির সুমনের গানের কথার মতোই এই ইট-কাঠের নগর থেকে সবুজের স্নিগ্ধতা ঘুচে গিয়েছে অনেক আগেই। তবু মানুষ তার সহজাত সৌন্দর্যচেতনা আর বৃক্ষ-লতাগুল্মের কাছাকাছি থাকার তাড়না থেকেই বাড়ির স্বল্প পরিসর কিংবা ফ্ল্যাটের আরও সীমিত চৌহদ্দীর মধ্যেই রাখতে চায় রকমারি গাছের আয়োজন।

উপরের ছবিতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা এই নগরের জন্য বিরলই বটে। যেখানে মানবসৃষ্ট প্রকৃতি বাধা হয়ে দাঁড়িয়েছে আধুনিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে।

গাছের প্রসারিত ডাল-পাতা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপরে পড়ায় তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কা। এ অবস্থায় সতর্কতার অংশ হিসেবে সেই ডাল-পাতা ছাঁটতে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে।

গতকাল বুধবার রাজধানীর পরীবাগ এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাশেদ সুমন

Comments