বৃক্ষের অভাবে নীড়হারা পাখি...

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারইরচক এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক সম্প্রসারণে কাটা পড়েছে দুধারের গাছ। পাশাপাশি সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ায় বড় গাছশূন্য হয়ে পড়েছে পারইরচক। পাখিদের আশ্রয়স্থল এখন বিদ্যুতের খুঁটি। ছবি: শেখ নাসির/স্টার
Comments