মাঠ নেই তো কী হয়েছে!

ছবি: মোস্তফা সবুজ/স্টার
আশেপাশে কোনো খেলার মাঠ নেই? সমস্যা নেই! ফসল কাটার পরের ফসলি জমিই ক্রিকেট মাঠ! খেলার প্রতি শিশুদের অদম্য আগ্রহের গল্প গ্রাম বাংলার এই ছবি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহর সংলগ্ন হীরকপাড়া থেকে ছবিটি গতকাল শুক্রবার তুলেছেন মোস্তফা সবুজ।
Comments