মানব মিনার

ছবি: শেখ নাসির/স্টার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিছনাকান্দি মূলত জাফলংয়ের মতোই একটি পাথর কোয়ারী। বাংলাদেশ-ভারত সীমান্তে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুপাশ থেকে এক বিন্দুতে এসে মিলেছে। পাহাড়ের খাঁজে রয়েছে সুউচ্চ ঝর্ণা। 

এই স্থানের মূল আকর্ষণ পাথরের ওপর বয়ে চলা পানিপ্রবাহ। বর্ষায় থোকা থোকা মেঘ আটকে থাকে পাহাড়ের গায়ে, মনে হয় যেন মেঘেরা পাহাড়ের কোলে বাসা বেঁধেছে। পূর্ব দিক থেকে পিয়াইন নদীর একটি শাখা পাহাড়ের নীচ দিয়ে চলে গেছে ভোলাগঞ্জের দিকে। 

সব মিলিয়ে পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের এক সম্মিলিত ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিছনাকান্দি। ভ্রমণপিপাসুরা ফুসরত পেলেই ছুটে যান সেখানে। নাগরিক প্রাণ অল্পের জন্য হলেও প্রকৃতির শান্ত শীতল কোলে ফিরে যায়। দুরন্ত কিশোরের দল যেখানে মানব মিনার বানিয়ে পাহাড় ডিঙাতে চায়। 

আজ বুধবার বিছনাকান্দি থেকে ছবিটি তুলেছেন শেখ নাসির।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago