মা!

জীবন-জীবিকা আর অভাব, শব্দগুলো নিয়েই মা রত্নার জীবন। সন্তানকে সময় দেওয়ার মতো সময় তার নেই। কাজ করতে হয় সারাটা দিন। আবার সন্তানকে চোখের আড়ালও করতে পারছেন না। মা চোখের সামনে হাতে বানানো নেটের দোলনায় শুইয়ে রেখে নিজে সন্তানের আহার জোগাড় করছেন।
মা রত্না বাজারে মাছ কেটে উপার্জন করেন। যা দিয়ে সংসার চলে।
৩ সন্তানসহ পরিবারের সদস্যদের মুখে খাবার জোগাড়ে রত্না সারাদিন কাজ করেন রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়া কাঁচা বাজারে। সারাদিনে তার আয় ৩৫০ টাকার মতো।
দেশে যখন নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি তখন এ আয়ে রত্না সংসার চালাতে যে হিমশিম খান তা বলার অপেক্ষা রাখে না। এমন সংসারে এদেশে বেড়ে উঠছে অখিল, হাজারো অখিল।
সম্প্রতি ছবিটি তুলেছেন পলাশ খান।
Comments