রাত পৌনে ৩টা, কমলাপুর রেলওয়ে স্টেশন

শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তোলা এই ছবিটিতে দেখা যাচ্ছে, কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে সারিবদ্ধ লোকজন। কেউ মেঝেতে ঘুমাচ্ছেন, আবার কেউ কাউন্টারে বসে ঝিমাচ্ছেন। ঈদযাত্রার টিকিট কেনার জন্য সকাল ৮টায় বুথ খোলার অপেক্ষায় ছিলেন তারা। কেউ কেউ শনিবার বিকেল থেকেই সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। এতো কষ্টের পরও 'সোনার হরিণ' টিকিট কেউ পাচ্ছেন, আবার কেউ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ছবি: আনিসুর রহমান
Comments