মুক্তিযুদ্ধ

২৫ আগস্ট ১৯৭১: ‘পাকিস্তানি হানাদারদের বিদায়ের পূর্ব পর্যন্ত লড়াই চালিয়ে যাবো’

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৫ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মুজিবনগরে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে প্রবাসী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান বলেন, 'মুক্তিবাহিনী জল, স্থল ও আকাশপথে হানাদার বাহিনীকে আঘাত করছে। তার প্রমাণ একদিনে অনেকগুলো জাহাজ ডুবিয়ে দেওয়া। মুক্তিবাহিনী অনেক স্থানে রেললাইন উপড়ে ফেলায় অনেক স্থানে রেল চলাচল বন্ধ। আমরা হানাদারদের বিদায়ের পূর্ব পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।'  

২৫ আগস্ট মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, 'মুক্তিবাহিনী যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রবাহী পদ্মা জাহাজ খুলনার মংলা বন্দরে ডুবিয়ে দিয়েছে। মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোরা একই দিনে চট্টগ্রাম, মোংলা সমুদ্রবন্দরসহ বাংলাদেশের আরও কয়েকটি নদীবন্দরে বেশ কয়েকটি নৌযান ডুবিয়ে দিয়েছে।' 

ঢাকায় এদিন 

২৫ আগস্ট ঢাকায় 'অপারেশন আননোন' নামে এক দুর্ধর্ষ অপারেশন চালায় ক্র্যাক প্লাটুনের একটি গেরিলা দল। ছিনতাই করা একটি গাড়িতে করে ধানমণ্ডির ৫ ও ১৮ নম্বর সড়কে পাকিস্তানি সামরিক বাহিনীর এক ব্রিগেডিয়ারের বাড়ির সামনে ঝটিকা আক্রমণ চালিয়ে ৭/৮ জন হানাদারকে হত্যা করে গেরিলারা। এই সংবাদ ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিল। 

পাকিস্তানে এদিন 

২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো। পরে ভুট্টো সাংবাদিকদের বলেন, 'কয়েকটি নতুন সমস্যাসহ পাকিস্তান যেসব সমস্যার সম্মুখীন, সেসব নিয়ে আমি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। দেশের স্বার্থেই আমরা সঠিক ও ন্যায়সংগত সিদ্ধান্তে উপনীত হতে পারবো বলে আশা করি।' 

আন্তর্জাতিক মহলে এদিন 

২৫ আগস্ট প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় স্টিফেন ক্লাইভম্যানের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে নিক্সন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, 'ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি।' 

দেশব্যাপী প্রতিরোধ যুদ্ধ 

২৫ আগস্ট কুমিল্লার উত্তরে জামবাড়িতে ক্যাপ্টেন দিদারুল আলমের নেতৃত্বে মুক্তিবাহিনীর এক প্লাটুন মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর একটি কোম্পানির উপর অতর্কিত মর্টার হামলা চালায়। এ হামলায় পাকিস্তানি হানাদার সেনারা ছত্রভঙ্গ হয়ে পালাবার চেষ্টা করলে মুক্তিবাহিনীর অ্যামবুশ দল হানাদার সেনাদের উপর মর্টার ও গুলিবর্ষণ করলে ৩০ জন নিহত ও ১০ জন আহত হয়। বাকি হানাদার সেনারা পালিয়ে যায়। 

২৫ আগস্ট কুমিল্লার সি এন্ড বি সড়কে মুক্তিবাহিনীর একটি অ্যামবুশ দল হানাদার বাহিনীর একটি ডজ গাড়ি অ্যামবুশ করে। এই অ্যামবুশে একজন হাবিলদারসহ ৪ হানাদার সেনাকে আটক করে মুক্তিবাহিনী। মুক্তিযোদ্ধারা তখন গাড়িটি থেকে ৬টি রাইফেল, ২২৫ রাউন্ড গুলি, ২টি পিস্তল ও ৩টি গ্রেনেড নিজেদের দখলে নেয়। 

২৫ আগস্ট সিলেটে কুকিতল সাব-সেক্টরের আতিকুল হক পনীর নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি দল হানাদার বাহিনীর দিলখুশা ক্যাম্পের ২শ গজ এলাকা জুড়ে অ্যামবুশ করে। এদিন ভোরে আজানের কিছুক্ষণ পরে হানাদার সেনারা যখন একে একে বাঙ্কার থেকে বের হচ্ছিলো ঠিক তারপরই মুক্তিযোদ্ধারা গুলি শুরু করে। এই যুদ্ধে ৬ জন হানাদার সেনা নিহত হয়। 

২৫ আগস্ট ২ নম্বর সেক্টরে ব্রাহ্মণপাড়া থেকে ধানদইল গ্রামের দিকে অগ্রসর হওয়ার সময় পাকিস্তানি হানাদার বাহিনীর এক প্লাটুন সৈন্যের উপর অতর্কিত হামলা চালায় মুক্তিবাহিনীর একটি পেট্রোল দল। এই হামলায় একজন ক্যাপ্টেনসহ ১০ হানাদার সেনা নিহত হয়। অন্যদিকে হানাদার সেনারা এসময় ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। 

২৫ আগস্ট যশোরের বারিনগর মুক্তিবাহিনীর হামলায় ৬ রাজাকার নিহত হয় ও ৩ জন আহত হয়। এসময় মুক্তিবাহিনী ২টি রাইফেল উদ্ধার করে। অন্যদিকে এদিক বারিনগরে মুক্তিবাহিনী আরও একটি রাজাকার ক্যাম্পে হামলা চালালে ১৪ জন রাজাকার আহত হয়। এসময় ৮ রাজাকারকে আটক করে মুক্তিবাহিনী। একই সঙ্গে ১৫টি রাইফেল নিজেদের জিম্মায় নেয় মুক্তিবাহিনী।

২৫ আগস্ট পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া বাজারে রাজাকার ফোরকান মল্লিক ও তার সঙ্গী সশস্ত্র রাজাকাররা চার জনকে হত্যা করে। ফোরকান মল্লিক ও তার সহযোগী রাজাকার এবং পাকিস্তানি হানাদার সেনারা গ্রামজুড়ে গণহত্যা, জখম, আটক, ধর্ষণ, লুটপাট চালায় এবং গান পাউডার দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল।

 সূত্র-

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র পঞ্চম, ষষ্ঠ, দশম, ত্রয়োদশ খণ্ড। 

দৈনিক পাকিস্তান ২৬ আগস্ট ১৯৭১ 

দৈনিক অমৃতবাজার পত্রিকা, ২৬ আগস্ট ১৯৭১ 

আহমাদ ইশতিয়াক [email protected]

Comments

The Daily Star  | English
Aminul Islam Bulbul new BCB president

Bulbul 'agrees' to take over BCB president's post

Aminul Islam Bulbul is coming to the Bangladesh Cricket Board as its president, the former national team captain himself confirmed to The Daily Star.

44m ago