অক্সিজেনের অভাবে বাড়ছে মৃত্যু!

সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলের সংসদ সদস্যদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অক্সিজেনের অভাবে সাতক্ষীরায় মাত্র এক ঘণ্টায় সাত জন এবং বগুড়ায় দুই দিনে ২৪ জন মারা গেছেন উল্লেখ করে প্রশ্ন তোলা হয় স্বাস্থ্যমন্ত্রীর যোগ্যতা নিয়ে। কোভিড-১৯ মোকাবিলায় ব্যর্থতার দায়সহ নানা অভিযোগ তুলে তখন একজন সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

আসলেই কি দেশের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত নয়? দেশে কি অক্সিজেনের পর্যাপ্ত মজুদ আছে? সংক্রমণ যদি আরও বাড়ে, তখন কী হবে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে এ বিষয় নিয়ে কথা বলতে দেবযানী শ্যামার সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহম্মেদ সুজন।

Comments