অন্ধ গায়কের রোজগার বন্ধের পথে
লালমনিরহাটের নুরনবী হাট-বাজারে গান গেয়েই রোজগার করে সংসার চালান। চোখে দেখতে পান না তিনি।
লকডাউনের কারণে থমকে গেছে তার রোজগার। বাজারে তার গান শোনার মানুষ নেই, আয় তাই বন্ধ। সারাদিনে পরিবারের একবেলা খাবার জোটাতে হিমশিম খেতে হয় নুরনবীকে।
সংসারে একমাত্র উপার্জনকারী গায়েন নুরনবী এখন অপেক্ষায় আছেন পরিবারের সদস্যদের নিয়ে খাদ্যের নিশ্চয়তাসহ স্বাভাবিক ও সুন্দর দিনের।
Comments